প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে সাইদুর রহমান নামের এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রেজা গোলাম মাসুম প্রধান এ দণ্ডাদেশ দেন। এর আগে দুপুরে পৌর এলাকার ডিস্ট্রিক গেটের দয়াল ক্লিনিক ও হসপিটালের তৃতীয় তলা থেকে তাকে আটক করে টাঙ্গাইলের র্যাব-১২।
রেজা গোলাম মাসুম প্রধান বলেন, ‘দুপুরে র?্যাবের একটি টিম অভিযান চালায় ভুয়া সনদধারী ডাক্তারের চেম্বারে। এ সময় তাকে আটক করা হয়। পরে তিনি ভুয়া ডাক্তার বলে স্বীকার করেন। তিনি জেলার নাগরপুর যধুনাথ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এ ছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই।’
তিনি আরও বলেন, ‘ তিনি কানের ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামের শুরুতে ডা. পদবীও ব্যবহার করা হতো। তাই তার চেম্বারের সব মালামাল সিভিল সার্জন অফিস থেকে জব্দ করা হয়েছে। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।