Print Date & Time : 2 September 2025 Tuesday 12:11 am

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে বাড়ির সেফটিক ট্যাঙ্ক নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

স্থানীয়রা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেফটিক ট্যাঙ্ক নির্মাণের জন্য মাটি খুঁড়ে কুয়া তৈরি করছিল। এসময় শ্রমিকরা প্রায় ১৩-১৪ ফুট মাটি খুঁড়ে নিচে নামে। পরে ওপর থেকে মাটি ধসে তাদের ওপরে পড়ে যায়। এতে নিচে থাকা আনন্দ ও নিধন পাল মাটির নিচে চাঁপা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে ওই দুই জনের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি সরিয়ে ওই দুইজনের লাশ উদ্ধার করে। তারা নিরাপত্তা নিশ্চিত না করেই সেফটিক ট্যাঙ্ক নির্মাণ করছিলেন।