Print Date & Time : 11 September 2025 Thursday 10:11 pm

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকায় ভারতীয় যোদ্ধারা

প্রতিনিধি, টাঙ্গাইল: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতী এলাকা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ৩০ জন সেনা সদস্য এবং ছয়জন চাকরিরত সদস্য পরিবারসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।

সকালে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে তারা শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে আসেন। এ সময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি এবং অন্যান্য অফিসার ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল ও ভারতীয় যোদ্ধাদের অভ্যর্থনা জানান।

এ উপলক্ষে স্মৃতিবিজড়িত স্থানে আলোচনা সভায় ১৯৭১ সালে সংঘটিত প্যারাড্রপিং অপারেশনের বর্ণনা শোনেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে অপারেশনের স্মৃতিচারণ করেন। এ সময় ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ ১৯ পদাতিক ডিভিশন ও মাটাইপ এরিয়ার ব্রিগেড কমান্ডাররা উপস্থিত ছিলেন। এলাকা পরিদর্শন শেষে তারা হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।