Print Date & Time : 28 August 2025 Thursday 2:57 am

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লিটন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধুসহ তিনজন। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ফলদার দিঘুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের জয়নাল হকের ছেলে। সে উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, লিটন তার দুই বন্ধু শাওন ও মারুফকে নিয়ে মোটরসাইকেলযোগে তাদের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বের হয়। পরে তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় তারা তিনজন ও এক পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল জানান, তারা তিন বন্ধু মিলে ফলদা থেকে ভূঞাপুর যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর সাথে ধাক্কা লাগে। এতে পথচারীসহ চারজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’