Print Date & Time : 1 September 2025 Monday 10:08 pm

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা রাত ৭টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা পাবনা সদর উপজেলার সালাইপুর এলাকার হান্নান মোল্লার ছেলে শাহীন ওরফে স্বাধীন (৩৫) ও একই এলাকার নুরুল মেম্বারের ছেলে আতিক (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই যুবক মোটরসাইকেলযোগে পাবনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। চরভাবলা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিবহনের চাপায় তারা ঘটনাস্থলেই মারা যান।’

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।