Print Date & Time : 28 August 2025 Thursday 10:28 pm

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার মো. সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। তারা দুইটি ট্রাকে হেলপারের কাজ করতেন।

পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় পৌছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এসময় ট্রাক থেকে দুইজন নেমে পেছনে আসলে অপর একটি ট্রাক এসে ট্রাকসহ তাদের চাপা দেয়। পরে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক দুটো জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।