প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেনÑবগুড়া সদরের ব্রাহ্মণপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনিবাজার এলাকার মো. সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। তারা দুইটি ট্রাকে হেলপারের কাজ করতেন।
পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুইজন নেমে পেছনে আসলে অপর একটি ট্রাক এসে ট্রাকসহ তাদের চাপা দেয়।