Print Date & Time : 1 September 2025 Monday 10:16 pm

টাঙ্গাইলে সাড়ে ৬ লাখ টাকার গাঁজা জব্দ, আটক ২

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে ৪৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া জেলার আদমদিঘি উপজেলার তেতুলিয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) ও একই উপজেলার ডোহারপুর গ্রামের আয়ুব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল (১৯)।

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ৭ হাজার টাকা ও ৫টি মোবাইল এবং ৯টি সিম কার্ডসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের চাহিদা অনুযায়ী সরবরাহ করার কথা স্বীকার করেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত গাঁজার মূল্য ৬লাখ ৪৪ হাজার টাকা বলেও তিনি জানান।