Print Date & Time : 17 September 2025 Wednesday 11:12 am

টাঙ্গাইলে সেতু ধসে কয়েক উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপরের সেতুটি ধসে পড়ার কারণে জেলা সদরের সঙ্গে বাসাইল, সখীপুরসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে সেতু ধসের এ ঘটনা ঘটে।
এ সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি সেতুটির কিছু অংশ ধসে পড়ার কারণে বাড়তি সতর্কতার জন্য সেতুর ওপর বেইলি সেতু নির্মাণ করা হয়। গতকাল সকালে বেইলি সেতুটিও ধসে পড়ে। এতে জেলা সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বেইলি সেতুটি মেরামতের জন্য কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
জানা যায়, ব্যস্ততম সড়ক নাকাছিম এলাকার লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত সেতুটি গত ১৩ ফেব্রুয়ারি ধসে গেছে। পরদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে বেইলি সেতু নির্মাণ করে। এরপর এর পাটাতন গতকাল ধসে পড়ে। ফলে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম জানান, বেইলি সেতুর পাটাতন হেলে পড়েছে। কর্তৃপক্ষ এখন পাটাতন মেরামত শুরু করেছে। শনিবার রাতে মেরামত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।