টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার আশিকপুর বাইবাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ভূঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী (৬০)‌।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসার পথে দুপুর ৩টার দিকে তারা আশিকপুর বাইবাস এলাকায় নামেন। পরে তারা সেখান থেকে সড়ক পার হচ্ছিলেন এমন সময় অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহিরুল হক বলেন, নিহত পথচারী দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’