Print Date & Time : 12 September 2025 Friday 8:21 pm

টাঙ্গাইল-৭ উপনির্বাচন: মির্জাপুর থানার ওসি প্রত্যাহার

প্রতিনিধি, টাঙ্গাইল: আগামী রোববার (১৬ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর-৭ আসনে এমপি পদে উপনির্বাচন। কিন্তু এর মধ্যেই আকস্মিকভাবে প্রত্যাহার হলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার  মো. শাহেদুন্নবী চৌধুরী এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) রাতে তাকে প্রত্যাহার করা হয়।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার সাবেক ওসি আলম চাঁদকে নতুন দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।

গত বছরের ৬ জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোদগান করেন রিজাউল হক।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে এমপি পদে লড়ছেন ৫জন প্রার্থী।