Print Date & Time : 7 July 2025 Monday 6:31 pm

টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিক সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সবক’টি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অবশ্য লেনদেন ৪০০ টাকার ওপরে রয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো উভয় পুঁজিবাজারে। পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী রাখতে বড় ভূমিকা পালন করেছে ভালো কোম্পানির শেয়ার।

গতকাল পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
ডিএসইতে লেনদেন হওয়া ‘এ’ গ্রুপের ২১৭ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৮১টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত ছিল। ‘বি’ গ্রুপের ৩০ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪০টির এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।

৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩টির দাম বেড়েছে। এছাড়া ছয়টির কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ গ্রুপের ৯৬ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৩টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত ছিল।
বেশির ভাগ ভালো কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার দিনে ডিএসইতে লেনদেন শেষে সব খাত মিলিয়ে ১৬৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৪টির। এছাড়া ৭৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে এক হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান ও বাছাই করা মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৮ কোটি ২৮ লাখ টাকা।

এ লেনদেনে বড় ভূমিকা ছিল লাভেলো আইসক্রিমের। টাকার অঙ্কে কোম্পানিটির ২০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয় ১৩ কোটি ৬৩ লাখ টাকার। ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিলÑ বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিটিক্যালস, হাক্কানী পাল্প, বিডি থাই অ্যালুমিনিয়াম, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে এক পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ২০ লাখ টাকা।