Print Date & Time : 14 August 2025 Thursday 2:16 pm

টানা চার মাস কমেছে দ. কোরিয়ার রফতানি

 

শেয়ার বিজ ডেস্ক: আগস্টে টানা চার মাসের মতো কমেছে দক্ষিণ কোরিয়ার পণ্য রফতানি। বিশ্ববাণিজ্যের মন্দার কারণে রফতানি কমেছে বলে শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। এক বছর আগের তুলনায় আগস্টে দক্ষিণ কোরিয়ার পণ্য বাণিজ্য সূচক পাঁচ দশমিক আট শতাংশ কমেছে বলে ব্যাংক অব কোরিয়া (বিওকে) জানিয়েছে। খবর: সিনহুয়া।
বিওকে জানিয়েছে, বিশ্ববাণিজ্যে মন্দাবস্থার কারণে দক্ষিণ কোরিয়ার স্থানীয় মুদ্রার মূল্যমান মার্কিন ডলারের বিপরীতে কমে গেছে। ফলে স্থানীয় রফতানিকারকদের মূল্য প্রতিযোগিতার পরিমাণ ক্রমেই বাড়ছে। সবমিলিয়ে বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তার কারণে দক্ষিণ কোরিয়ার পণ্য রফতানির পরিমাণ নি¤œমুখী।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগস্টে দক্ষিণ কোরিয়ার যন্ত্রপাতি ও সরঞ্জাম রফতানি ভলিউম ১১ শতাংশ কমেছে। এছাড়া প্রাথমিক ধাতু পণ্য এবং ইলেকট্রনিক ও অপটিক্যাল ডিভাইস রফতানির পরিমাণ কমেছে যথাক্রমে পাঁচ দশমিক আট শতাংশ এবং পাঁচ দশমিক এক শতাংশ।
এছাড়া মেমোরি চিপসহ ইন্টিগ্রেটেন সার্কিট রফতানির পরিমাণ আগস্টে ২১ দশমিক দুই শতাংশ বেড়েছে। এর আগের মাসেও এ ধরনের পণ্য রফতানি ২৭ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এদিকে রফতানি মূল্য সূচক এ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ছয় শতাংশ কমেছে। এর মাধ্যমে এ সূচক টানা ৯ মাস ধরে নি¤œমুখী ধারায় রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, মূল্যমানের দিক থেকে ইন্টিগ্রেটেড সার্কিটের মান ২৭ দশমিক আট শতাংশ পতন হয়েছে দাম কমে যাওয়ার কারণে। বৈশ্বিক চিপ ব্যবসা ক্রমেই নি¤œমুখী ধারায় থাকার বিষয়টি এতে আরও স্পষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে আগস্টে দক্ষিণ কোরিয়ার আমদানি ভলিউম সূচক এক বছর আগের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে।