টানা তৃতীয় দিনেও সূচক পতন অব্যাহ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে টানা তৃতীয় দিন সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল ৫৫ শতাংশ কোম্পানির দরপতনে ডিএসইএক্স সূচকের ২৮ পয়েন্ট পতন হয়। বাকি দুই সূচকও পতনে ছিল। লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। লেনদেনের প্রথম ১০ মিনিট পতনে থাকলেও তারপর কেনার চাপ বাড়লে সূচক ঊর্ধ্বমুখী হয়। তবে প্রথম ঘণ্টায় সূচক সামান্য ব্যবধানে ওঠানামা করে। বেলা সাড়ে ১১টা থেকে বিক্রির চাপ বাড়তে থাকে। ফলে সূচক দ্রুত নেমে যায়। শেষ আধঘণ্টায় কেনার চাপ সামান্য বাড়লে সূচক ঊর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত ২৮ পয়েন্ট নেতিবাচকই থেকে যায়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।  

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে  চার হাজার ৬৭০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত দশমিক শূন্য সাত পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে এক হাজার ৬৭ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে এক হাজার ৬৩৫ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন এক হাজার ৬০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ১৪৪ কোটি ৩৯ লাখ শূন্য চার হাজার টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৩৫৮ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫২ কোটি ২৮ লাখ টাকা। এদিন ১৩ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ২৫০ শেয়ার এক লাখ আট হাজার ৭৮৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর। গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ন্যাশনাল টিউবস। কোম্পানিটির ১৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে ১৪ টাকা। এরপর সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ কোটি ৯২ লাখ টাকা লেনদেন হয়। দর কমেছে এক টাকা ৪০ পয়সা। মুন্নু সিরামিকের সাত কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা। লিগ্যাসি ফুটওয়্যারের পাঁচ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়; দর কমেছে ১৬ টাকা ৪০ পয়সা। স্কয়ার ফার্মার পাঁচ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়; দর কমেছে ৯০ পয়সা। এছাড়া ফরচুন শুজের পাঁচ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়; দর বেড়েছে ৩০ পয়সা। ভিএফএস থ্রেডের চার কোটি ৯৬ লাখ টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের চার কোটি ৪৭ লাখ টাকা, সিলকো ফার্মার চার কোটি ৩৭ লাখ টাকা ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর চার কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।