Print Date & Time : 4 August 2025 Monday 5:37 pm

টানা বর্ষণে দিনাজপুরে অচল জনজীবন

 

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর আশেপাশে এলাকায় গত চারদিন থেকে লাগাতার বৃষ্টিপাতের কারণে অচল হয়ে পড়েছে জনজীবন। শহরের রাস্তা-ঘাট হয়ে পড়েছে একেবারে ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না
কোনো মানুষ।
এদিকে টানা বৃষ্টিপাতের কারণে শহর ফাঁকা হয়ে পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর রিকশা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। একইভাবে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সবজিচাষিরা। এছাড়া শাকসবজি ও কাঁচামরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
রিকশাচালক মমতাজ আলী জানান, টানা বৃষ্টিপাতের কারণে মানুষ শহরে আসতে পারছে না। এ কারণে রিকশার যাত্রী নেই, তারা ঠিকমতো রিকশা চালাতেও পারছেন না। এতে তার পরিবার অচল হয়ে পড়েছে। একই কথা বলেন, রিকশাচালক ইসমাইল হোসেন ও আইয়ুব আলী।
ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাতের কারণে তার দোকানে একেবারে বিকিকিনি নেই। এখন তহবিল ভেঙে খেতে হচ্ছে, আর কয়েক দিন এভাবে চলতে থাকলে তার ব্যবসার তহবিল শেষ হয়ে যাবে।
রাজারামপুর গ্রামের সবজিচাষি মোজাম্মেল হক বলেন, টানা বৃষ্টিপাতের কারণে তার সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সবজি বাজারে নিয়ে এলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এছাড়া টানা বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফুলবাড়ী পৌর বাজার ঘুরে দেখা যায়, শুধু ক্ষুদ্র ব্যবসায়ী আর দিন মজুরের নয়, শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দোকানে বেচাকেনা না হলেও ব্যাংকের সুদ ও দোকান কর্মচারীর বেতন গুনতে হচ্ছে, এতে তারা লোকসানের মুখে পড়েছেন।