নিজস্ব প্রতিবেদক: কভিডে দেশে টানা ষষ্ঠ দিনের মতো মৃত্যু নেই। তবে বেড়েছে নতুন শনাক্ত ও শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা) কভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর এ নিয়ে দেশে টানা ষষ্ঠ দিন কভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় কভিডে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ জন। এর আগের দিন ২৮ জনের কথা জানিয়েছিল অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ, যা এর আগের দিন ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।
অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৪২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন। আর এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১২৩ জন মারা গেলেন।
কভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৭ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২৫৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ২৪৪টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯টি। আর এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ চার হাজার ২৭৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৯০৩টি।
দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।