প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ৬ শিক্ষার্থী।
গতকাল বুধবার সকাল ৮টায় কুমারখালী উপজেলার সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেয়া হয়। মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলে নুর ডিকোর উদ্যোগে তাদের পুরস্কৃত করা হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ, প্রবাসী নুর ইসলাম জনি, হাফেজ গোলাম মাওলা, সাংবাদিক মনোয়ার হোসেন প্রমুখ।
জানা গেছে, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ফজলে নুর ডিকো ঘোষণা দিয়েছিলেন, যে শিক্ষার্থী একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, তাকে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। সেই ঘোষণায় উৎসাহিত হয়ে ওই বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মধ্যে ছয় শিক্ষার্থী টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ পড়ে। এই ছয় শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেয়া হয়।
নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
স্থানীয় শিক্ষক ফজলে নুর ডিকো বলেন, প্রতিযোগিতা চলাকালে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি, বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে। নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। তারা সবাই বিভিন্ন মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন।