টানা ৯ কার্যদিবস পর ডিএসইতে সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক: গত ১২ জুলাই থেকে টানা পতনের মধ্য দিয়ে চলছে দেশের পুঁজিবাজার। তবে টানা ৯ কার্যদিবস পতনের পর গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকালও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়। তবে বেলা ১২টা থেকে হঠাৎই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ক্রয়ের চাপ দেখা যায়; ফলে তখন থেকে শেষ পর্যন্ত উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৪৫ পয়েন্ট বা  দশমিক ৫০ শতাংশ বেড়ে ৬ হাজার ৮২ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৩২ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ২ হাজার ১৭৭ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৩৯ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা। এদিন ১৯ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৩৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৮০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি অব বাংলাদেশ (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। এরপর কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ২৩ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫ টাকা। মতিন স্পিনিং মিলস লিমিটেডের ১৯ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭ টাকা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৪ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা।

৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মতিন স্পিনিং মিলস লিমিটেড। জাহিন স্পিনিংয়ের দর ৯ দশমিক ০১ শতাংশ, মুন্নু ফেব্রিকসের দর ৬ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬৯ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১০ হাজার ৭৩৬ দশমিক ৮৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১৭ হাজার ৯২২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর। সিএসইতে এদিন ১৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।