টানেল সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু টানেল অ্যাপ্রোচ সড়কের আশপাশে গড়ে ওঠা অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেয়া হয়েছে এবং টানেল মোড়ে গাড়িগুলোকে পার্কিং করতে নিষেধ করে দেয়া হয়েছে। পরে এসব দোকান ও অবৈধ পার্কিং করলে কঠোর প্রদক্ষেপ নেয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।