টিএমএসএস মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান

বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে ডা. এ কে এম মাসুদুর রহমান হলে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ এমবিবিএস কোর্সে (১৫তম ব্যাচ) এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস সূচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল আলম, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি