Print Date & Time : 4 September 2025 Thursday 10:09 am

টিকেট কেটেও দেশে ফিরলেন না মুরাদ

নিজস্ব প্রতিবেদক: কানাডা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছিলো দু্বাইয়ের পথে, সেখানেও ফিরিয়ে দেয়া হয়। তাই বাধ্য হয়েই দেশে ফিরে আসাবেন বলে বিমানের টিকেট কেটেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সদ্য পদ্যত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। রোববার সকালে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় ফেরার টিকিট কাটা ছিল তার। তবে শেষ পর্যন্ত তিনি দুবাইয়েই রয়ে গেছেন বলে জানা গেছে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করে। সকাল ১০টার মধ্যে এয়ারলাইন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়েছে। ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুবাইয়ে বাংলাদেশি কনস্যুলেট খুললে সেখানে ভিসা তৈরির প্রক্রিয়া শুরু করবেন মুরাদ। এজন্য একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগও করেছেন তিনি।

সূত্র জানায়, রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের আরকেটি ফ্লাইট আসবে। ভিসা না পেলে এই ফ্লাইটেও আসতে পারেন মুরাদ হাসান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের ব্যাপারে সমালোচনার মধ্যেই একটি চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে একটি টেলিফোন আলাপ ফাঁস হয় গত রোববার। এরপর তীব্র সমালোচনার মুখে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র পাঠান মুরাদ।

এরপর বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ের তিনি। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাই ফিরে আসতে হয়।