Print Date & Time : 5 August 2025 Tuesday 2:02 pm

টিফিনের টাকায় এক লাখ গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনের উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ সেøাগানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ রায়পুর শাখার অধ্যক্ষ মো. ওমর ফারুক, সংগঠনটির দেবিদ্বার
শাখার সভাপতি ইমরান আরেফিনইমু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা সবাই শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় এক লাখ গাছের চারা বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৮ সালে সংগঠনটি বজ্রপাত রোধে ৪৭ হাজার তালগাছের বীজ বপন করেছে। এর আগে ২০১১ সাল থেকে সবুজ দেশ গড়ার প্রত্যয়ে তারা প্রতিবছর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে গাছের চারা বিতরণ করে আসছে।