নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। আর যাতে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে না হয়, সে জন্য আগামী দিনে টিসিবি ডিলারশিপ স্থায়ী করা হবে। কার্ডধারীরা সুবিধাজনক সময়ে এসে পণ্য নিতে পারবেন।
রাজধানীর তেজগাঁও এলাকার পলিটেকনিক মাঠে গতকাল বৃহস্পতিবার ‘দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম মার্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন, যে ভাষণে বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছিলেন। জাতির পিতার ভাষণটি আজ বিশ্বের ঐতিহাসিক দলিল।’
চিনি প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম বলেন, ‘টিসিবির চিনি আগের দামে বিক্রি হবে, দাম বাড়ানো হবে না। চিনির পর্যাপ্ত মজুত আছে। বাজারে চিনির কোনো সংকট হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।