শেয়ার বিজ ডেস্ক: টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা গত শনিবার জানিয়েছেন, চলতি মাস থেকে টুইটারে অর্থের বিনিময়ে খবর পড়তে হবে। খবর: দ্য গার্ডিয়ান।
এক টুইটে মাস্ক লিখেছেন, মে মাস থেকে সংবাদ প্রকাশকদের অর্থাৎ মিডিয়া হাউসগুলোকে প্রতিবেদন ও লেখা পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেয়া হবে। যদি কোনো ব্যবহারকারী কোনো মিডিয়া হাউস কিংবা সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি লেখা পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ হবে।
টুইটারে খবর পড়ার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায়ের পেছনে মাস্কের যুক্তি হলো, ব্যবহারকারীরা খবর পড়ার জন্য সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে যে অর্থ দেবেন, সেই অর্থ ভালো খবর বা প্রতিবেদন তৈরির পেছনে ব্যবহার করবেন প্রকাশকরা। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্যনির্ভর ও প্রমাণসমৃদ্ধ লেখার সুযোগ পাবেন। মাস্কের এ ঘোষণার পর সংবাদমাধ্যমগুলো এখনও নিজেদের প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গত মাসের শুরুর দিকে ১৭ বছর পর টুইটারের লোগো পরিবর্তন করেন মাস্ক। পাখির পরিবর্তে ডগির ছবি আনেন তিনি। টুইটারের নতুন লোগোয় যে ডগির মিম ব্যবহার করা হয়েছে, তা আসলে ডগিকয়েন নামে এক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের লোগো, যা ২০১৩ সালে ওই প্রতিষ্ঠান মজা করার জন্য তৈরি করেছিল।
গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন (চার হাজার ৪০০ কোটি) ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে।
এরই মধ্যে টুইটারে সম্প্রতি ব্ল–স্কাই সোশ্যাল নিয়ে আলোচনা চলছে। মূলত ইলন মাস্ক একের পর এক পরীক্ষা চালানো শুরু করার পর ব্ল–স্কাই নিয়ে আগ্রহ বাড়ছে। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ব্ল–স্কাই তৈরি করেছেন। এজন্য দক্ষ ও যোগ্যদের নিয়ে এগুচ্ছেন তিনি। এর মধ্যে গত ২৭ এপ্রিল প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ব্যবহারকারী পেয়েছে।