Print Date & Time : 8 July 2025 Tuesday 4:56 pm

টেকনাফে ট্রলারডুবি, অনেকেই নিখোঁজ

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠী বলে জানা যায়। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার শামলাপুর হলবনিয়া নৌঘাটে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ট্রলারে থাকা সবাই রোহিঙ্গা এটি নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। বহনকারী ট্রলারটি ডুবে গেলে কোস্ট গার্ডের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারের কার্যক্রম চলছে।