Print Date & Time : 6 September 2025 Saturday 5:22 pm

টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থা থেকে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপির সংলগ্ন লবণ মাঠ সংলগ্ন ৫নং সøুইস গেট এলাকায় পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থা থেকে ভয়ঙ্কর এ মাদকের চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক কারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।