টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাগর উত্তাল থাকায় গত দুদিন এ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে গত বুধবার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অন্তত দুই শতাধিক পর্যটক আটকে পড়েছিলেন।

গতকাল শনিবার দুপুরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, ‘আবহাওয়া অনুক‚লে আসায় সেন্ট মার্টিনে নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। আজ সকালে কেয়ারি ও বারো আউলিয়া নামের দুটি জাহাজ যাত্রী নিয়ে রওনা হয়েছে।

ঘূর্ণিঝড় মিধিলির কারণে গত বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আটকে পড়া পর্যটকেরা গত বুধবার দ্বীপে বেড়াতে এসেছিলেন। আজ আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। সেজন্য দ্বীপে আটকে পড়া পর্যটকেরা ফিরতে শুরু করেছেন।