টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুষম ও টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। উন্নয়নের নিয়ামক হলো বিদ্যুৎ। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার যে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, তা নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করা হবে। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়াতে ১ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব। পরিবেশের সুরক্ষা করেই উন্নয়ন কার্যক্রম চালানো হবে। তৃণমূল পর্যায় থেকে শহর পর্যন্ত প্রতিটি স্তরেই পরিকল্পনামাফিক এ কার্যক্রম চলবে।

কুতুবদিয়ার এ বায়ু বিদ্যুৎকেন্দ্রটি বায়ু থেকে উৎপন্ন বিদ্যুৎকেন্দ্রের মধ্যে তৃতীয়। প্রতিটি ৫০ ওয়াট করে ২০টি টারবাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। অন্য দুটি বায়ু বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ফেনীর মহুরীরচরে একটি, অন্যটি কক্সবাজারের কুতুবদিয়াতেই। প্রতিটি বিদ্যুৎকেন্দ্রে ১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। উল্লেখ্য, বর্তমানে ৪৩৩ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপন্ন হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, বিদ্যুৎসচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রমুখ।