শোবিজ ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফট। প্রেমের জন্য বারবার তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বহুবার প্রেমে পড়ার জন্য গণমাধ্যমের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার প্রেম। ২৮ বছরের জীবনে এক ডজনের বেশি প্রেম করে ফেলেছেন তিনি। তার বর্তমান প্রেমিক অভিনেতা জো অলউইন।
টেলর ও জোকে একসঙ্গে খুব বেশি দেখা যায় না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একসঙ্গে ছবিও দেন না তারা। কিন্তু এত সতর্কতার পরেও দুজনের একত্রে ঘোরাঘুরির ছবি বা খবর ফাঁস হয়েই যায়। সম্প্রতি ম্যানহাটনের একটি গ্রামে হাত ধরে ঘুরে বেড়াতে দেখা গেছে এ তারকা জুটিকে। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। গত মাসে মুক্তি পেয়েছে ঐতিহাসিক কাহিনী নিয়ে চলচ্চিত্র ‘ম্যারি কুইন অব স্কটস’। এতে অভিনয় করেছেন জো অলউইন। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানেও চুপিচুপি উপস্থিত হয়েছিলেন পপ তারকা টেলর সুইফট। এ ছবিতে রানি প্রথম এলিজাবেথের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন টেলর সুইফটের এ বর্তমান প্রেমিক।




