শোবিজ ডেস্ক: বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী চম্পা সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি একটি নতুন টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এটির নাম ‘মানুষ’।
বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনিতে ‘মানুষ’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। রাজধানীর কাওলা এলাকায় গত বুধবার টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘ভালো গল্পের নাটক ও টেলিছবিতে কাজ করার জন্য সব সময়ই অপেক্ষায় থাকি। মানুষ গল্পটি আমার বেশ ভালো লেগেছে। আশা করছি টেলিছবিটি সবার ভালো লাগবে।’
প্রয়াত পরিচালক শিবলী সাদিক পরিচালিত সুপারহিট সিনেমা ‘তিনকন্যা’ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক ঘটে। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি এ যাবৎ উল্লেখযোগ্য সংখ্যক নাটক টেলিফিল্মেও অভিনয় করেছেন চম্পা।