Print Date & Time : 11 September 2025 Thursday 4:07 pm

টেসলার এক কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি

শেয়ার বিজ ডেস্ক: টেসলার আরও এক কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ ফাইলিংয়ে দেখা গেছে, বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর: ডয়েচে ভেলে।

মাত্র দুই সপ্তাহ আগে চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কেনেন বিশ্বের শীর্ষ ধনী ইলন। এর মধ্যেই টেসলার শেয়ার বিক্রির এ খবর পাওয়া গেল।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত টেসলার শেয়ারদর কমেছে প্রায় ৫০ শতাংশ। বছরের শুরুতে ইলন টুইটারের শেয়ার কেনেন। এর পর থেকে সবশেষ ৩৯৫ কোটিসহ টেসলার প্রায় দুই হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি। গত এপ্রিলে ৮৫০ কোটি ডলারের এবং আগস্টে আরও ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন তিনি।

এছাড়া গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪০ হাজারের বেশি গাড়ি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে টেসলা। কারণ হিসেবে পাওয়ার স্টিয়ারিংয়ে সম্ভাব্য সমস্যার কথা বলেছে তারা। টেসলা জানিয়েছে, অসম রাস্তায় বা গর্তে পড়লে এসব গাড়ির পাওয়ার স্টিয়ারিং ব্যবস্থা অকেজো হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে এরই মধ্যে একটি সফটওয়্যার আপডেট বাজারে ছেড়েছে টেসলা। তবে এ ধরনের সমস্যায় কারও হতাহত হওয়ার কথা জানা যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত এপ্রিলে প্রথম টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন মাস্ক। এরপর সেই প্রস্তাব গৃহীত হলে একপর্যায়ে টুইটারের বিরুদ্ধে ভুয়া ‘বট’-এর সংখ্যা ঠিক নয় বলার অভিযোগ এনে টুইটার কিনবেন না বলে জানিয়েছিলেন। তখন টুইটার কর্তৃপক্ষ মাস্কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে টুইটার কিনতে একপ্রকার বাধ্য হন মাস্ক। অবশেষে ২৭ অক্টোবর টুইটার কেনার প্রক্রিয়া শেষ হয়। মালিক হওয়ার পর মাস্ক প্রধান নির্বাহীসহ টুইটারের প্রায় সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেককে ছাঁটাই করেন। এছাড়া আয় বাড়াতে অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে মাসে আট ডলার করে নেয়া হবে বলে জানিয়েছেন।