শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়ি বিক্রি দক্ষিণ কোরিয়ায় গত বছর বেড়েছে। ফলে দক্ষিণ কোরিয়ায় ৩০০ শতাংশের বেশি মুনাফা করেছে টেসলা। অন্যদিকে কভিডের ডেল্টা ধরনের সংক্রমণ বৃদ্ধি এবং বন্যার কারণে গত জুলাই মাসে চীনে টেসলার বিক্রি কমেছে। খবর: রয়টার্স, কোরিয়া হেরাল্ড।
স্থানীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান সিইও স্কোরের দেয়া তথ্য অনুসারে গত বছর দক্ষিণ কোরিয়ার ব্যবসা পরিচালনাকারী বৃহত্তর ৫০টি কোম্পানির সামষ্টিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৬ কোটি ডলার (২১ দশমিক আট ট্রিলিয়ন ওন), যা এর আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এ সময় কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ ৪২ দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক দুই ট্রিলিয়ন ওন। স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দেয়া কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
আর গত বছর যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটির স্থানীয় বিক্রির পরিমাণ দাঁড়ায় সাত হাজার ১৬০ কোটি ওন, যা ২০১৯ সালের চেয়ে ২৯৫ দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা দাঁড়ায় এক হাজার ৮০ কোটি ওন, যা এর আগের বছরের তুলনায় ৪২৯ দশমিক ৯ শতাংশ বেশি।
চীনে টেসলার বিক্রি কমেছে: এদিকে চীনে গত মাসে গাড়ি বিক্রি কমেছে টেসলার। বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি আগের মাসের তুলনায় ৭০ শতাংশ কমেছে।
দ্য চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে চীনে টেসলার গাড়ি বিক্রির পরিমাণ আট হাজার ৬২১ ইউনিটে নেমে এসেছে, জুনের তুলনায় যা ৭০ শতাংশ কম।
অন্যদিকে জুলাইয়ে চীনের সাংহাইয়ের টেসলা প্লান্টে উৎপাদিত গাড়ির সরবরাহ ২৪ হাজার ৩৪৭ ইউনিটে পৌঁছেছে, জুনে যার পরিমাণ ছিল পাঁচ হাজার ১৭ ইউনিট। এর অর্থ, চীনে উৎপাদিত টেসলার মোট বিক্রয় সামগ্রিকভাবে এক শতাংশেরও কম হ্রাস পেয়েছে।
চলতি বছর সাংহাইয়ের এক অটো শোতে নিম্নমানের কারণে ভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন বিষয়ে চীনাদের নিরাপত্তার খাতিরে চীনা নিয়ন্ত্রকদের বিভিন্ন বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
এদিকে যুক্তরাষ্ট্রের অটো সেফটি রেগুলেটর গতকাল বলছে, যুক্তরাষ্ট্রে টেসলার সাত লাখ ৬৫ হাজার গাড়ির ড্রাইভার সহায়তা সিস্টেম আবার তদন্ত (পরীক্ষা) করবে। ২০১৮ সালে টেসলার স্বচালিত ১১টি গাড়ি ক্রাশ করে। এরপর যুক্তরাষ্ট্রের প্রশাসন টেসলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।