Print Date & Time : 7 September 2025 Sunday 9:24 pm

টেসলার বিক্রি কমেছে

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নির্মাতা সংস্থা টেসলার গাড়ি বিক্রি কমেছে। মূল্যহ্রাস ও স্বল্পঋণে গাড়ি কেনার অফার সত্তে¡ও বিশ্ববাজারে টেসলার বিক্রি টানা দুই প্রান্তিকে কমেছে।

খবর: এপি।

ইলন মাস্কের সংস্থা টেসলা চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে চার লাখ ৪৩ হাজার ৯৫৬টি যানবাহন বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কম। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, চার লাখ ৩৬ হাজার গাড়ি বিক্রি হবে।

অস্টিনভিত্তিক সংস্থাটি জানায়, বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় ভালো বিক্রি হওয়ায় তাদের শেয়ারের দাম গত মঙ্গলবার ১০ শতাংশ বেড়েছে। তবে চলতি বছরে এর শেয়ার প্রায় সাত শতাংশ কমেছে। বছরের শুরুতে ৪০ শতাংশে বেশি কমে যায় টেসলার শেয়ারমূল্য। এরপর এপ্রিলে তা কমে দাঁড়ায় ৬০ শতাংশে, যা এর আগের ৫২ সপ্তাহের মধ্যে সর্বনি¤œ।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইভির চাহিদা কমেছে। তবে গাড়িনির্মাতারা উৎপাদন বাড়িয়েছে। এর টেসলার গাড়িগুলোর দাম গড়ে সবচেয়ে বেশি। ফলে অন্য উৎপাদকদের তুলনায় তারা চ্যালেঞ্জে রয়েছে। এখনও সংস্থাটি বিশ্বে শীর্ষ ইভি বিক্রেতা হওয়ার চেষ্টা করছে।

টেসলা বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী আট লাখ ৩০ হাজার ৭৬৬টি গাড়ি বিক্রি করেছে। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী চীনের বিওয়াইডির সাত লাখ ২৬ হাজার ১৫৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে টেসলা অবশ্য উৎপাদনের তুলনায় ৩৩ হাজার গাড়ি বেশি বিক্রি করেছে। ফলে তাদের স্টোরগুলো থেকে পুরোনো মডেলের অনেক গাড়ি কমে গেছে।

বিক্রি কমার বিষয়ে টেসলা এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। আলোচ্য প্রান্তিকের আয়ের প্রতিবেদন আগামী ২৩ জুলাই প্রকাশ করা হবে।

দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার থ্রি ও ওয়াই মডেলের গাড়ি বেশি বিক্রি হয়েছে। বিলাসবহুল মডেলগুলোর মধ্যে এক্স, এস ও সাইবারট্রাকের মাত্র ২১ হাজার ৫৫১ ইউনিট বিক্রি হয়েছে।