Print Date & Time : 11 September 2025 Thursday 1:59 pm

টেসলার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে মামলা

শেয়ার বিজ ডেস্ক: ইলন মাস্কের প্রতিষ্ঠান টেলসার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে মামলা করেছে ফেডারেল বর্ণবাদ বিরোধী সংস্থা দ্য ইকুয়্যাল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)। খবর: আল জাজিরা।

অভিযোগে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ কারখানায় কৃষ্ণাঙ্গ শ্রমিকদের জাতিগতভাবে ব্যাপক হয়রানির করা হয় এবং কোম্পানি তা বন্ধে পদক্ষেপ না নিয়ে উলটো অভিযোগকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে।

ইইওসি বলেছে, ২০১৫ সাল থেকে কৃষ্ণাঙ্গ শ্রমিকরা সেখানে নিয়মিতভাবে গৎবাঁধা ও বর্ণবাদী অপমান ও আক্রমণের শিকার হচ্ছেন।

মামলায় বলা হয়েছে, বিদ্যুৎচালিত গাড়িনির্মাণ প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে কৃষ্ণাঙ্গ কর্মচারীদের গুরুতর ও ব্যাপক বর্ণবৈষম্যমূলক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। ওই ফ্যাসিলিটি তাদের জন্য প্রতিকূল কাজের পরিবেশ তৈরি করেছে এবং তা জিইয়ে রেখেছে।

কমিশন জানায়, সেখানে সব বিভাগের, সব পদের ও সব শিফটের কৃষ্ণাঙ্গ কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত বর্ণবাদী অসদাচরণ করা হয়। এছাড়া ফ্যাক্টরির দেয়ালে কৃষ্ণাঙ্গদের হেয় করে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। টেসলা সুপারভাইজার ও ম্যানেজাররা এই নিপীড়নগুলো দেখেছেন। তবে তারা কাউকে বাধা দেননি এবং কোনো পদক্ষেপও নেননি।

মামলায় আরও বলা হয়, যারা এসব আচরণের বিরুদ্ধে কথা বলেছে কিংবা অভিযোগ করেছে তাদের শিফট পরিবর্তন করে দেয়া হয়েছে, তাদের ওপর অনাকাক্সিক্ষত দায়িত্ব দেয়া হয়েছে। এমনকি কয়েকজনকে কাজ থেকে বেরও করে দেয়া হয়েছে।

ইইওসির এই মামলার বিষয়ে টেসলা বা মাস্কের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টেসলার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ডিপার্টেমেন্ট অব ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং (ডিএফইএইচ) মামলা করে। তারা জানায়, কর্মীদের কাছ থেকে কয়েকশ অভিযোগ পাওয়ার পর ডিএফইএইচের তদন্তে টেসলার ফ্রেমন্ট কারখানায় বর্ণবিদ্বেষী কর্মপরিবেশের প্রমাণ মিলেছে।  কৃষ্ণাঙ্গ কর্মীরা বর্ণবিদ্বেষী অবমাননাকর আচরণ এবং কাজের ধরন, শৃঙ্খলা, বেতন ও পদোন্নতিতে বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন, যাতে একটি আক্রমণমুখী কর্মপরিবেশ তৈরি হচ্ছে।