ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াডে একাধিক পরিবর্তন আসছে। ব্যাপারটি অনুমিতই ছিল। কিন্তু গতকাল দল ঘোষণার সময় নির্বাচকরা দেন রীতিমতো চমক। আসন্ন এ ম্যাচে যে নেই পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ। এদিকে বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে টাইগারদের সাদা পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান।
বাজে ফর্মের কারণে আগে থেকেই বোর্ডের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তামিম ইকবাল। যে কারণে এ বাঁহাতি টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে নেই। এদিকে গেল নিউজিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠেননি তিনি। আর বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। ফিরেছেন মোসাদ্দেক হোসেন।
গেল বছর বিপিএল ফাইনালে খেলার সময় পাওয়া চোটের জন্য নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব। গত নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। তবে চোট থেকে ফিরে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন তিনি। কিন্তু টানা খেলায় ক্লান্তি ভর করায় বোর্ডের কাছ থেকে গেল শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত আসন্ন টেস্ট দিয়ে ফের ফিরছেন এ অলরাউন্ডার।
এ বছরের শুরুতে তাসকিন অবশ্য ছিলেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু চোট পাওয়ায় ছিটকে পড়েন এ ডানহাতি পেসার। পরে এ সমস্যা প্রকট হলে বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন এ ডানহাতি। সব মিলিয়ে দুবছর পর তিনি ফিরলেন টাইগারদের টেস্ট স্কোয়াডে।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়বে বাংলাদেশ। এ সংস্করণে এটাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
টেস্টের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

Print Date & Time : 4 August 2025 Monday 7:26 am
টেস্ট দলে নেই মোস্তাফিজ ফিরলেন তাসকিন সাকিব
স্পোর্টস ♦ প্রকাশ: