Print Date & Time : 4 August 2025 Monday 3:06 am

টেস্ট ভেন্যু হচ্ছে সিলেট

 

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কা সিরিজে শেরেবাংলা ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামই পেয়েছে ডিমেরিট পয়েন্ট। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার কবলে পড়বে ভেন্যু দুটি, যে কারণে এবার ঢাকা ও চট্টগ্রামের বাইরে টেস্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় চলতি বছরই টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল নতুন টেস্ট ভেন্যুর ব্যাপারে বলেন, ‘আসলে সকল সুযোগ-সুবিধা থাকার পরও অনেক বিলম্বে এখানে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে পারছি। আপনারা জানেন যে, এ মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সেখানে বাংলাদেশ

ছিল না।’

বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল আরও জানিয়েছেন, এ বছরই এ স্টেডিয়াম টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে পারে সিলেটÑ‘এবারও কিছু ওয়ানডের কথা ছিল। হয়তো বোর্ড ভালো কিছুর চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে। এ বছরই এ স্টেডিয়াম টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে। আশা করছি হয়তো খুব দ্রুতই বিসিবি এখানে একটি টেস্ট ম্যাচ আয়োজন করবে।’

আন্তর্জাতিক মান বজায় রেখে ২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়। ওই বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ দলের ছয়টি ও মহিলা দলের প্রায় সব ম্যাচ (ফাইনাল ও সেমিফাইনাল বাদে) অনুষ্ঠিত হয় এ মাঠে। এরপর চায়ের শহরে দীর্ঘসময় পর গতকাল আন্তর্জাতিক ম্যাচ দেখল দর্শকরা।