প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তকর্মী নিহত এবং এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আজাদুল ইসলাম (৪৫) চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। সড়কের ওই স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে। এতে ইজতেমাগামী মুসল্লিসহ সড়কে চলাচলরতদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার সামনে সড়ক পারাপারের সময় পাথরভর্তি একটি ট্রাক ওই কারখানার নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিকের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী নিহত হন। এ সময় নারী শ্রমিকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া শ্রমিকরা ওই স্থানে ফুট ওভারব্রিজের দাবিও তুলেছেন।