Print Date & Time : 13 September 2025 Saturday 2:24 pm

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

 

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ-সায়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের রামগতি গ্রামের শাহ জালালের ছেলে মোটরসাইকেলচালক শুভ (২০) ও একই এলাকার মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সায়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা শহর থেকে সায়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।

পরে তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুজনের মরদেহ হাসপাতালে আছে।