Print Date & Time : 4 September 2025 Thursday 4:04 pm

ট্রাকচাপায় শিশুসহ ৩ জন নিহত

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড় চেরুমন্ডল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑউপজেলার বড়গ্রাম এলাকার বাসিন্দা মোছা: হামিদা বেগম (৪০), তার শিশু মেয়ে আদিবা (৩) এবং একই উপজেলার মানকোন ইউনিয়নের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মৃণাল (৬৫)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।