Print Date & Time : 31 August 2025 Sunday 8:50 am

ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় বেপরোয়া চালক গ্রেপ্তার

প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালক রেজাউল করিম নবীকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দা থেকে তাকে গ্রেফতার করে।আজ দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, সড়ক দূর্ঘটনার পর নিহতদের স্বজনরা পৃথক পৃথক মামলা করেন। মামলায় মূল আসামী করা হয় রেজাউলকে। কিন্তু ঘটনার পরথেকেই পলাতক ছিলো ট্রাক চালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা শিকার করেছেন বলে দাবী র‌্যাবের।

প্রশঙ্গত, গত ২৪ জুন সকালের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপাদেয় ট্রাকটি। ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়।