Print Date & Time : 22 July 2025 Tuesday 9:35 am

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য ফারজানা খাতুন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া আসার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন নারী কনস্টেবল ফারজানা। তিনি ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন। নিহত ফারজানা তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়াতে আসছিলেন। পথিমধ্যে রাস্তার মাঝে সৃষ্ট গর্তে পড়ে তিনি ছিটকে পড়েন। পরবর্তীতে পেছন থেকে আগত ডাম্পার ট্রাক (খুলনা মেট্রো- ১১-০৪৪৫) এর চাকায় পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা তার ভাই এবং ছেলে অক্ষত রয়েছেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এম.এ হক জানান, নিহতের লাশ ময়না তদন্তাধীন রয়েছে। ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও ট্রাকের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে।