Print Date & Time : 16 September 2025 Tuesday 5:48 am

ট্রাকের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী দাশুড়িয়া নওদাপাড়া দোতলা মসজিদের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার সদরের উত্তরচক এলাকার আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে রুবেল নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী দাশুড়িয়া নওদাপাড়া মসজিদের কাছে পৌঁছালে নাটোর থেকে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।