Print Date & Time : 2 September 2025 Tuesday 12:28 am

ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেনন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ভ্রাহ্মণশাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা। তারা উপজেলার আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ভ্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও তিনজন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।