Print Date & Time : 31 August 2025 Sunday 12:30 am

ট্রাক বিকল: দুই ঘন্টা বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।এর আগে প্রতিদিনের ন্যায় সপ্তাহের প্রথমদিনে সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হয়। শুরু থেকে ২৩ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করার পর ২৪ নাম্বার গাড়িটি ভারতের চেকপোস্টের মেইন গ্রেটে বিকল হয়ে যায়।ফলে ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকে।

ব্যবসায়ীরা জানান, একটি মাত্র রাস্তা হওয়ায় আমদানি রপ্তানি বন্ধ ছিল, প্রায় ২ ঘন্টা পর গাড়িটি সরিয়ে নিলে আমদানি রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, প্রতিনিয়ত এরকম খারাপ গাড়ি ভারত থেকে আসে এবং জিরো পয়েন্ট এসে বা বন্দরের প্রবেশের পর রাস্তায় নষ্ট হয়। ফলে আমাদের জন্য আমদানি রপ্তানি করা সমস্যা হয়ে পরে।