ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার রাত ৮টার দিকে শেরপুর শহরের খুয়ারপার সিএনজি স্টেশন থেকে তিনানি বাজার যাওয়ার পথে পৌরসভার তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর জেলা শহরের খুয়ারপার এলাকা থেকে যাত্রী নিয়ে সিএনজি তিনানি বাজারের উদ্দেশে রওনা হয়ে পৌর শহরের তাতালপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী বিকট শব্দে সংঘর্ষের শব্দ পেয়ে তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের পাঠায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো-ট ২০৬৪১৪। নিহতেরা হলেনÑরফিক (৪৫) ও তার ছেলে রাব্বি (১৪)। তাদের বাড়ি নালিতাবাড়ি উপজেলার লোহালিয়া এলাকায় এবং ১ জনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। আহতরা হলেনÑঝিনাইগাতী উপজেলার কালিবাড়ি এলাকার সুভাস চন্দ্র পালের ছেলে সৌমিক সুভ পাল (১৫), কালিবাড়ি বানিয়াপাড়া এলাকার ফুল মাহমুদের ছেলে হাবিব ড্রাইভার (৩৫) ও রাজনগর এলাকার আবেদ আলী হাজীর ছেলে মোহাম্মদ আলী (৪০)। শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. শাহনেওয়াজ নুমান এ তথ্য নিশ্চিত করেছেন।