শেয়ার বিজ ডেস্ক: রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে তদন্তে নেমেছে প্রতিনিধি পরিষদ। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে অসদুপায়ে প্রভাবিত করতে সম্প্রতি তিনি বিদেশি শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, জনমত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে।
চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে সমর্থন দেন পেলোসি। ফের ক্ষমতায় আসতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে রাজনৈতিক সুবিধা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেলোসি বলেন, রাজনৈতিক সুবিধা পেতে মার্কিন প্রেসিডেন্ট যে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেছিলেন, তা পানির মতো পরিষ্কার।
বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরু করতে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অন্য সদস্যরা চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে তাতে সম্মত ছিলেন না পেলোসি।
সংবাদভিত্তিক ওয়েবসাইট টেক্সাস ট্রিবিউন আয়োজিত এক অনুষ্ঠানে পেলোসি বলেন, জনমতের জোয়ার পুরোপুরি বদলে গেছে। ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আসা অভিযোগ ও প্রশাসনের মনোভাব দেখে মার্কিন জনগণ ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। পেলোসি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে তিনি দ্রুততার সঙ্গে তার আগের অবস্থান থেকে সরে ট্রাম্পের অভিশংসন তদন্তের পক্ষে মত দেন।
গত ২৫ জুলাই ট্রাম্প ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই সময় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প ফোনে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।