Print Date & Time : 3 August 2025 Sunday 10:17 pm

ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপরাধের’ তদন্ত শুরু

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘দ্য ট্রাম্প অরগানাইজেশন’-এর বিরুদ্ধে এবার ‘অপরাধ’-এর তদন্ত শুরু করা হয়েছে, যা এত দিন সিভিল হিসেবে তদন্ত করা হচ্ছিল। মঙ্গলবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর: বিবিসি।

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উচ্চ পর্যায়ের প্রসিকিউটর লেটিয়া জেমস বলেছেন, ‘দ্য ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধে তদন্ত এখন আর সাধারণ তদন্ত বা খতিয়ে দেখার পর্যায়ে নেই। এটি এখন অপরাধ তদন্তের সক্ষমতা নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।’ তবে আপাতত এর বেশি আর কিছু বলতে চাননি প্রসিকিউটর লেটিয়া জেমস।

প্রসঙ্গত, লেটিয়া জেমস এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান দ্য ট্রাম্প অরগানাইজেশনের আর্থিক লেনদেন খতিয়ে দেখেছেন। তখন সেটিকে সাধারণ পর্যায়ের তদন্ত বা খতিয়ে দেখা বলে উল্লেখ করা হয়। তবে এটি এখন অপরাধমূলক সক্ষমতা নিয়ে তদন্ত করবে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

২০১৯ সালে লেটিয়া জেমস ট্রাম্পের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে সিভিল তদন্ত শুরু করেছিলেন। সে সময় তিনি ম্যানহাটন, নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের চারটি দপ্তরের নথিপত্র সংগ্রহ করেছিলেন। সেগুলো যাচাই শেষে সিভিল থেকে অপরাধ তদন্ত শুরু করছে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

এ বিষয়ে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি জেনারেল সাইরাস ভেন্স জুনিয়র বলেন, গত বছরের আগস্টে আদালতে তদন্তের কিছু নথি উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পের প্রতিষ্ঠানের ‘দীর্ঘায়িত অপরাধমূলক আচরণ’ তদন্ত করা হচ্ছে। তিনি বিভিন্ন পত্রিকার সংযুক্তি উল্লেখ করে বলেন, ট্রাম্পের সম্পত্তির ব্যাংক-বিমায় ত্রুটি পেয়েছেন। এছাড়া তিনি ২০১৬ সালে ট্রাম্পের সঙ্গে দুই নারীর সম্পর্ক নিয়েও তদন্ত করছেন। যাদের নগদ অর্থ দিয়েছেন ট্রাম্প।