ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। খবর: সিএনএন।

ট্রাম্পের পারিবারিক কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধে নিউ ইয়র্কে একটি তদন্তের পর এই মামলা হলো।

অভিযোগ রয়েছে, ট্রাম্প অরগানাইজেশন ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে অনেক জালিয়াতি করেছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত বুধবার ম্যানহাটন সুপ্রিম কোর্টে ট্রাম্প ও তার তিন সন্তানসহ ট্রাম্প অরগানাইজেশন ও অন্যদের বিরুদ্ধে মামলা করেন।

তিনি নিউইয়র্কের কোনো নতুন ব্যবসায় কর্মকর্তা কিংবা পরিচালক হিসেবে ট্রাম্প ও তার সন্তানদের কাজ না করার ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন আদালতের কাছে।

ট্রাম্প অরগানাইজেশন অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছে। কিন্তু তদন্তে জালিয়াতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দেখা গেছে, ট্রাম্পের কোম্পানি ঋণ পাওয়ার জন্য কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার আয়করে ছাড় পাওয়ার জন্য সেই সম্পত্তিরই দাম কম দেখিয়েছে। এভাবে অনেক সম্পত্তির দাম নিয়ে প্রতারণা করা হয়েছে।

ট্রাম্প অরগানাইজেশন সম্পত্তির দাম নিয়ে জালিয়াতি করে ঋণ ও ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা লাভের চেষ্টা করেছে কি না মূলত সেটি খতিয়ে দেখতে তদন্ত হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, এই প্রতারণা ও ভুল উপস্থাপন, কাজগুলো প্রায় একই প্রকৃতির। প্রতি বছর বার্ষিক হিসেবের ক্ষেত্রেই এই কাজগুলো করা হতো এবং তা ট্রাম্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতিতেই হয়ে থাকত। এর সঙ্গে ট্রাম্প নিজেও যুক্ত ছিলেন।

এই তদন্তে ট্রাম্পের সাক্ষ্যদান এড়িয়ে যাওয়া ও সমন উপেক্ষা করার অভিযোগও তুলেছিলেন এটর্নি জেনারেল জেমস। এখন তিনি আদালতে জালিয়াতির কারণে হওয়া ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণও চেয়েছেন।

২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এটি তার জন্য বড় ধরনের আইনি ধাক্কা, বিশেষ করে সামনে নির্বাচন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার দাঁড়ানোর কথা ভাবছেন ট্রাম্প।