Print Date & Time : 20 August 2025 Wednesday 6:19 am

ট্রাম্পের সাবেক উপদেষ্টার কারাদণ্ড

শেয়ার বিজ ডেস্ক : ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও এক সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কংগ্রেসকে মিথ্যা বলা, তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও সাক্ষ্য জালিয়াতির দায়ে ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা ও সহযোগী রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন দেশটির একটি আদালত। এসব অভিযোগে গত বছরের নভেম্বরেই দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিচারক অ্যামি বারম্যান সাজার মেয়াদ জানান।

রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের তদন্তের জেরে দায়ের করা বিভিন্ন মামলায় এ নিয়ে ট্রাম্পের ছয় সহযোগীকে দোষী সাব্যস্ত করলেন আদালত। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে জোরালো অভিযোগ তোলে ডেমোক্র্যাট পার্টি। এই অভিযোগ তদন্তের দায়িত্ব পান বিশেষ কাউন্সেলর রবার্ট মুলার। গত বছরের ১৮ এপ্রিল ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে অপরাধী প্রমাণের মতো তথ্য তাদের কাছে নেই। তবে ওই তদন্তের জেরে দায়ের করা বিভিন্ন মামলায় আইনজীবী মাইকেল কোহেনসহ ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

বৃহস্পতিবার রজার স্টোনকে দেওয়া দণ্ডের ব্যাখ্যায় বিচারক অ্যামি বারম্যান বলেন, ‘তিনি অসহনীয়, হুমকিমূলক আচরণ করেছেন।’ আদালতে জানানো হয়, স্টোন শপথ নিয়ে পাঁচটি মিথ্যা কথা বলেছেন। রায়ের আদেশে বলা হয়েছে, কারাদণ্ড ছাড়াও স্টোনকে ২০ হাজার ডলার জরিমানা পরিশোধ করতে হবে এবং ২৫০ ঘণ্টা সেবামূলক কাজে নিয়োজিত থাকতে হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ রজার স্টোন সত্তরের দশক থেকেই রিপাবলিকান দলের সঙ্গে জড়িত। নব্বইয়ের দশকে ট্রাম্পের ক্যাসিনো বাণিজ্যের লবিস্ট হিসেবে কাজ করেছেন স্টোন। ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করার নেপথ্যেও ভূমিকা ছিল তার।