ট্রাম্প আত্মসমর্পণ করবেন

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। দেশটির ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় আত্মসমর্পণ করবেন ট্রাম্প। খবর: এবিসি নিউজ।

সামাজিক যোগাযোগের নিজস্ব প্ল্যাটফর্ম ট্র–থ সোশ্যালে গত সোমবার ট্রাম্প লেখেন, কট্টর বামপন্থি মনোভাবের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস তাকে গ্রেপ্তার করতে পারেন।

নির্বাচনের ফল বদলে দেয়ার চেষ্টার অভিযোগে গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করেন। এতে ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ৪১টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়।

ফুলটন কাউন্টির জাজ ট্রাম্পকে দুই লাখ ডলারের বন্ডে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছেন। এজন্য অভিযুক্তরা আগামী শুক্রবার পর্যন্ত সময় পাবেন।

এ নিয়ে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ২০২১ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তদন্ত শুরু করেন।

উইলিস একজন ডেমোক্র্যাট। তার তদন্তকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

জর্জিয়ার আদালতের মামলাকে তার নির্বাচনে অংশ নেয়ার পথে হস্তক্ষেপ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। কেননা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রার্থী হতে চাইছেন তিনি। নির্বাচনের আগে ফৌজদারি মামলা তার নতুন করে প্রেসিডেন্ট হওয়ার পথ কঠিন করে তুলতে পারে।

প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে গেছেন জো বাইডেন। ওই নির্বাচনে জর্জিয়ায় জয়ী হন বাইডেন। কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ ছিলেন। তিনি দাবি করেছিলেন, জর্জিয়ার ভোটে তিনি জয়ী হয়েছেন। সেখানে খারাপ কিছু ঘটেছে। তা না হলে তিনি কিছুতেই সেখানে হারতে পারেন না।  জর্জিয়ায় ফল পাল্টে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প।